চাঁদনীঘাট মটর পার্টস বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৭:৩৩:০৯ অপরাহ্ন
চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির কার্যালয় সিলেট নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাটস্থ এইচ. রহমান মন্টু মিয়া মার্কেটে ব্যবসায়ী ভোটারগণ ভোট প্রদান করেন।
ভোট গ্রহণ শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আকতার রশিদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে আক্তারুজ্জামান ১১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মুনির মুদি, সাধারণ সম্পাদক মোঃ ছালেহ আহমদ, কোষাধ্যক্ষ রুহুল আমীন তারেক, সদস্য- শামীম আহমদ।
নির্বাচন কমিশনের উপদেষ্টা ব্যবসায়ী শাহীন আহমদ, সহকারী কমিশনার হিসেবে মোঃ জিল্লুর রহমান ও মোঃ আউয়াল আহমদ দায়িত্ব পালন করেন। নির্বাচনে সহযোগিতা করেন অন্তবর্তীকালীন সভাপতি আব্দুল বাছিত মুকুল, মোঃ শাহ আলম জুনেদ, আব্দুল জলিল প্রমুখ। বিজ্ঞপ্তি