আনজুমানে খেদমতে কুরআনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৭:৫৮:৩৯ অপরাহ্ন
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো
সামর্থবানদের নৈতিক দায়িত্ব
দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর বলেছেন, শীতের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। বিভিন্ন স্থানে চলছে শৈত্যপ্রবাহ। আমাদের সমাজের ইমাম মুয়াযযিনসহ অনেক অভাবী মানুষ রয়েছে যারা লোকলজ্জার ভয়ে কারো কাছে হাত পাতেননা। সমাজের এমন মানুষের পাশে সাধ্যমত দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। আনজুমানে খেদমতে কুরআন যে কোন দুর্যোগে সমাজের সেই সকল মানুষের পাশে দাঁড়ায়, যাদের সাহায্যে অনেকেই এগিয়ে আসেনা। এবারও আনজুমান সমাজের সেই সব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। সামর্থ অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে সকলের এগিয়ে আসা উচিত।
তিনি রোববার সন্ধ্যায় নগরীতে আনজমুানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষ, ইমাম-মুয়াযযিনদের মাঝে ও ইয়াতিম খানায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রবীণ আলেমে দ্বীন অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও আনজুমানের সহকারী সেক্রেটারী ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানের প্রকাশনা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, আনজুমানের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মাসুক আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা আলাউর রহমান প্রমূখ।
আনজুমানের পক্ষ থেকে ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২ দিনের মধ্যে এসব কম্বল বিতরণ করা হবে বিজ্ঞপ্তি