বাল্যবিবাহ হ্রাস পেলেও নির্মূল হয়নি : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৭:৩০:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ স্লোগানকে ধারণ করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বিধিমালা ২০১৮ অবহিতকরণ ও পর্যালোচনা বিষয়ক আলোচনা সভা রোববার সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেছেন, বাল্যবিবাহের দায় সমাজের দায়িত্বশীল সব মানুষের। আমরা আমাদের কন্যা শিশুদের সুরক্ষা দিতে পারিনা-এটা চরম ব্যর্থতা। তিনি বলেন, বাল্যবিবাহ সমাজে নিরক্ষর জনগোষ্ঠী বিশেষ করে নারী শিক্ষার হার হ্রাস করে এবং শিক্ষার অভাবে সহজেই বেড়ে ওঠে কুসংস্কার ও অজ্ঞতা। বাল্যবিবাহ বন্ধে জেল-জরিমানার সুযোগ থাকলেও অনেক সময় তা প্রয়োগ করা সম্ভব হয়না। এক্ষেত্রে সামাজিক সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভুমিকা বেশী প্রয়োজন। তিনি বলেন, বাল্যবিবাহ আগের চেয়ে হ্রাস পেলেও পুরোপুরি নির্মূল হয়নি।
জেলা প্রশাসক কার্যালয়ে এ সভায় সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার। বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু ও সিনিয়র সাংবাদিক আল আজাদ প্রমুখ।
মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার জানান, ২০১৯, ২০২০ ও ২০২১-এই তিন বছরে সিলেট জেলায় মোট ২৮টি বাল্যবিবাহ বন্ধ করা হয়। সভার আয়োজন করে সিলেট জেলা প্রশাসন।