সিকৃবিতে ‘শিক্ষক সন্ধ্যা’ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৮:৩২:২৫ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের বার্ষিক আনন্দানুষ্ঠান ‘শিক্ষক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নগরীর একটি কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম এম মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মো. জামাল উদ্দিন ভূঞা।
এরপর সাংস্কৃতিক পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উচ্চতর ডিগ্রি নিয়ে আসা শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও উপহার তুলে দেয়া হয় বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষকদের সন্তানদের। সর্বশেষে নৈশভোজ ও র্যাফেল ড্র এর মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি