১৯ জানুয়ারী থেকে শাবিতে নিয়মিত ক্লাস
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৯:২৪:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহের সব কার্যদিবসে যথারীতি সশরীরে ক্লাস ও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বৃহস্পতিবার অনলাইনে ক্লাসের বদলে নেয়া হবে সশরীরে ক্লাস।
রোববার বিশ্ববিদ্যালয় উপরেজিস্ট্রার ইউনুস আলী এ তথ্য জানিয়েছেন।
ইউনুস আলী বলেন, গত আগস্ট মাস থেকে সরকারের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনায় সপ্তাহের বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামী ১৯ জানুয়ারি থেকে সপ্তাহের সকল কার্যদিবসে (বৃহস্পতিবারসহ) যথারীতি সশরীরে ক্লাস ও অফিস খোলা থাকবে। অন্যান্যা দিনের ন্যায় পরিবহণ সুবিধাও যথারীতি চালু থাকবে।
বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, সপ্তাহের অন্যান্য দিনের মত নির্দিষ্ট শিডিউলেই বাস চলবে।