মাঘের শুরুতে শীতের দাপট
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৮:০২:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মাঘের শুরুতেই সিলেটে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সোমবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ভোরে এবং শেষ রাতের দিকে শীতের তীব্রতা বেশ অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমতে থাকে। সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং এর নিচে নামলে তা তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়।
কথায় আছে ‘মাঘের শীতে বাঘ কাঁপে’। এর আগে চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এতে মাঘে শীতের বেশ দাপট থাকবে বলে আশঙ্কা করা হয়েছিল। মাঘের শীতে বাঘ কাঁপার কথা থাকলেও জলবায়ুর পরিবর্তনের প্রভাবে এ প্রবচনটি কমই সত্যি হয়েছে। তবে শীত যতোটা তীব্র অনুভূত হচ্ছে আবহাওয়া অফিসের পারদে সে তীব্রতা কিছুটা কম ছিল। সিলেট আবহাওয়া অফিস বলছে দেশের অন্যান্য অঞ্চলে বর্তমানে মৃদ্যু শৈত্যপ্রবাহ থাকলেও সিলেটে তা এখনও আসেনি।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে এখনও গতবারের মতো শীত দেখা যাচ্ছেনা। গত বছর সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমেছিল। কিন্তু এবার এখন পর্যন্ত ১৩ জানুয়ারি সর্বনিম্ন ১১ দশমিক ৯ ডিগ্রিতে নেমেছে।
আবহমান কাল থেকে মাঘের প্রকৃতি নীরস, শীতে জবুথবু থাকে। এসময় শীত বাড়ার কারণ মূলত বাংলাদেশের অবস্থান বিষুবরেখার উত্তরে প্রায় সাড়ে ২৩ ডিগ্রি অক্ষাংশে। কিন্তু শীতকালে অবস্থান পরিবর্তন করে সূর্য বিষুবরেখার দক্ষিণে চলে যায়। দক্ষিণে কিছুটা হেলে থাকে। দিন ছোটো হয়। বড়ো হতে থাকে রাত। বাড়ে শীতও।