শাবিতে স্নাতক শিক্ষার্থীদের ডিন’স এওয়ার্ড প্রদান
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৬:৩৩:২৭ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে সোমবার ১মবারের মত স্নাতক শিক্ষার্থীদের ডিন’স এওয়ার্ড ২০২০ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রথমবারের মত অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান শাবিপ্রবির জন্য নতুক গর্বের ইতিহাস। বিশ^বিদ্যালয় প্রশাসন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে খুবই আনন্দিত। আগামী বছরগুলোতেও এ ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সম্মাননাপ্রাপ্ত সকল মেধাবী শিক্ষার্থীদের সুন্দর জীবন কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, স্কুল অব সোশ্যাল সাইন্সেসের ডিন প্রফেসর ড. দিলারা রহমান, স্কুল অব মেনেজমেন্ট এন্ড বিজনেজ এডমিনিসস্টেশানের ডিন প্রফেসর ড. মো. খাইরুল ইসলাম, স্কুল অব লাইফ সাইসেন্সের ডিন প্রফেসর ড. মো. কামরুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সাইন্সেসের ডিন প্রফেসর ড. স্বপন কুমার সরকার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর আমিনা পারভীন।
স্কুল অব ফিজিক্যাল সাইন্সেসের ডিন প্রফেসর ড. মো. রাশেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. জায়েদা শারমিন।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ২৭ কৃতি শিক্ষার্থীদের স¤মাননা স্মারক, সার্টিফিকেট এবং ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি