সুনামগঞ্জে গ্রাম পুলিশের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৬:৫৪:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম পুলিশ আরিনা বেগমের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতাভোগীর টাকা আত্মসাতের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম।
গ্রাম পুলিশ আরিনা বেগম ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবত একই গ্রামের প্রতিবন্ধী কুতুব উদ্দিন ইমনের ভাতাভোগীর টাকা বিকাশ একাউন্টের মাধ্যমে আত্মসাত করে আসছেন। প্রতিবন্ধী কুতুব উদ্দিন ইমন বিরামপুর গ্রামের পিতা মৃত আব্দুল আলিম ও মাতা মকবুল নেছার পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী কুতুব উদ্দিন ইমন এর ভাতার টাকা গ্রাম পুলিশ আরিনা বেগম তার জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ একাউন্ট খোলে আত্মসাত করে আসছেন। যখন প্রতিবন্ধীদের ভাতার টাকা বিকাশ একাউন্টের মাধ্যমে দেয়ার প্রথা চালু হয় তখন থেকে গ্রাম পুলিশ আরিনা বেগম নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ একাউন্ট খোলে ভাতাভোগী প্রতিবন্ধী কুতুব উদ্দিন ইমনের প্রাপ্য টাকা আত্মসাত করে আসছেন। এই রহস্য সম্প্রতি জানাজানি হলে গ্রাম পুলিশ আরিনা বেগম প্রশাসনের নজরে আসেন। এ বিষয়টি সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলমের দৃষ্টি গোচর হলে অরিনার বিরুদ্ধে ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে নোটিশে দিয়েছেন।