সুনামগঞ্জে চাঁদপুর রামকৃষ্ণ মিশনের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৬:৫৪:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুর শ্রীরামকৃষ্ণ মিশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের দুর্গা মন্দির প্রাঙ্গণে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর শ্রীরামকৃষ্ণ মিশনের প্রতিনিধি হবিগঞ্জ শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী ধর্মাদানন্দজী মহারাজ, সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রধান শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দজী মহারাজ, সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, পরিচালনা কমিটির সদস্য কল্যাণ ব্রত দাস, চিনু চৌধুরী, কার্তিক রায়, লিটন রায় প্রমুখ।