তাহিরপুরে বাঁধ নির্মাণ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৬:৫৫:৫৮ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি :
হাওররক্ষা বাঁধ নির্মাণে সিন্ডিকেট, দালালী ও স্বজনপ্রীতি করে পিআইসি নিয়েছেন যারা তারা সর্তক থাকবেন। বাঁধ নির্মাণে অনিয়ম করলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুন সিন্ধু চৌধুরী বাবুল।
তিনি রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন হাওরে নির্মিত বাঁধ নির্মাণ পরিদর্শন করে এসব কথা বলেন।
এসময় তিনি বাঁধ নির্মাণের সাথে জড়িত সকলকেই সতর্কতার সাথে ভালভাবে কাজ করার জন্য নির্দেশনা দেন এবং কৃষককে কাজের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
এসময় উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, আব্দুল ওয়াহিদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদ হাসান রুবেলসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।