সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ —চরমোনাই পীর
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৭:২৯:০৬ অপরাহ্ন
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে সোমবার বিকাল ৪টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ওলামায়ে কেরামদেরকে নিয়ে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলার সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা শায়েখ আইম্মা পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
তিনি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষ খুব কষ্টে জীবন যাপন করছে। কোথাও মানুষের নিরাপত্তা নেই, এমনকি মানুষের কথা বলার স্বাধীনতা পর্যন্ত নেই। দেশ এখন দুর্নীতিতে সয়লাব। দেশকে দুর্নীতিমুক্ত করতে, মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থার। সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তোলতে হবে। কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলেই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তাই সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই। আরো বক্তব্য রাখেন মাওলানা মুফতি ওমর ফারুক সন্ধিপি, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, ডঃ মুশতাক আহমদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ, কবি গবেষক মুসা আল হাফিজসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি