জগন্নাথপুরে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৭:২৭:৩৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হলদিপুর-কবিরপুর জামেয়া মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসার ৫১ তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি সন্ধ্যা রাতে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বয়ান পেশ করেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুফতি তুফাজ্জুল হুসাইন আফতাবী, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আবদুর রাজ্জাক, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা মহিউদ্দীন কাসেমী, মাওলানা দেলোয়ার হোসাইন ফারুকী প্রমূখ।
সম্মেলনে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন মাওলানা হাফিজ শায়েখ ফখরুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে ছিলেন সিরাজ খান, মাফিজ উল্লাহ, আবদুস শহিদ খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, লুৎফুর রহমান ও ব্যাংকার ওয়াহিদ উল্লাহ, আবদুল আজিজ। সার্বিক সহযোগিতা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আরশাদ খান, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, মাওলানা আবদুর রহিম, মইনুল ইসলাম ময়না মিয়া, জায়েদ আহমদ, জাবেদ আহমদ, জুবায়ের আহমদ, মাওলানা দিলোয়ার হোসেন, হাফিজ সাইফুর রহমান, আবুল হোসেন, মাওলানা আবদুর নুর, মনু মিয়া, চুনু মিয়া, মারুফ মিয়া সহ অনেকে। সম্মেলনে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন।