সিলেটে গণতন্ত্র মঞ্চ’র সভা
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৭:৩২:৩৮ অপরাহ্ন
সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে গণতন্ত্র মঞ্চ এর উদ্যোগে সোমবার বিকালে এক সভা অনুষ্ঠিত হয়।
নগরীর হাওয়াপাড়াস্থ সিলেট জেলা জেএসডি’র কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোঃ শফিক সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সদস্য সচিব বেবী দেবী, জেএসডি নেতা আব্দুল কুদ্দুস, রিয়াজ উদ্দিন আহমদ, হোসেন আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন, শ্রমিক নেতা রফিক মিয়া, জেএসডি নেতা আব্দুল মুহিত, সাবেক ছাত্রদল নেতা সুমন বাহাদুর, জেএসডি’র জেলা সদস্য মাসুদ আহমদ, বেলায়েত হোসেন, শ্রমিক জোটের সদস্য জুম্মা খান কানু প্রমুখ। বিজ্ঞপ্তি