দিল্লিতে তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াসে
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৮:১২:২৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হলো ভারতের রাজধানী দিল্লিতে। দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, শহরটির সোমবার ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে বইছে শৈত্যপ্রবাহ। আবহাওয়ার এমন পরিস্থিতি বিরাজ করবে আরো তিন দিন। পরিস্থিতি মোকাবেলায় দিল্লিবাসীকে শীতের পোশাক নিয়ে আগে থেকেই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। খবর এনডিটিভি।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, নয়াদিল্লির ওপর দিয়ে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। একই অবস্থা বিরাজ করছে পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে। এ ছাড়া উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশা রয়েছে। রোববার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে তাপমাত্রা নেমে দাঁড়ায় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। সেলসিয়াস। আগামী তিন দিন উত্তর ভারতের বিভিন্ন এলাকার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এর আগে, গত ৮ জানুয়ারি দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১ দশমিক ৯ ডিগ্রি।
ভারতের আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, হরিয়ানার হিসারে সর্বনিম্ন তাপমাত্রা শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে পাঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি মোকাবেলায় রোববারই এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে, ১৮ জানুয়ারি পর্যন্ত দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত দুই-তিন ডিগ্রি কমতে পারে। এ কয়েকদিন রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে ‘প্রবল শৈত্যপ্রবাহ’ পরিস্থিতি তৈরি হতে পারে। দিল্লিবাসীকে সতর্ক থাকতে তাই খুব প্রয়োজন না পড়লে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আর এসময়ে কী ধরনের গরম পোশাক পরতে হবে, তাও স্পষ্ট করে জানিয়ে জারি করা হয়েছে নির্দেশিকা।
আবহাওয়াবিদরা জানান, একটি গরম জামা না পরে একাধিক গরম পোশাক পরা উচিত। গায়ে চেপে থাকবে এমন গরম জামার বদলে অনেকগুলো আলগা পোশাক একটির উপর আরেকটি পরে নিলে শীত ঠেকানো যাবে। এছাড়া দিল্লিবাসীকে মাথা, গলা, হাত ও পায়ের পাতা ঢেকে রাখার পরামর্শ দেয়া হয়েছে।