ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৮:১৩:৪১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকালে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিক জানা যায়নি।
ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার বা ৪৯ দশমিক ৭০ মাইল গভীরে ছিল। এর আগে ১০ জানুয়ারি গভীর সমুদ্রে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। যার প্রভাবে পূর্ব ইন্দোনেশিয়ার একটি কম জনবহুল দ্বীপের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মূলত বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগরীয় অববাহিকায় আগ্নেয়গিরির চাপে প্রায়ই ইন্দোনেশিয়ায় ভূমিকম্প অনুভূত হয়।