গোয়াইনঘাটে মডেল মসজিদের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৮:২৬:০৮ অপরাহ্ন

Exif_JPEG_420
গোয়াইনঘাট প্রতিনিধি: সোমবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়। গণপূর্ত অধিদফতর, ইফা ও উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও তাহমিলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ইফা সিলেটের সহকারী পরিচালক মীর মোহাম্মদ নিয়ামত উল্লাহ, গণপূর্ত অধিদফতর সিলেটের নির্বাহী প্রকৌশলী।
সভায় উপস্থিত ছিলেন আ’লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, উপজেলার ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোলাম আম্বিয়া কয়েস, আ’লীগ নেতা মোঃ আসলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হক, অফিসার ইনচার্জ কে এম নজরুল, অধ্যক্ষ ফজলুল হক, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, এলাকার আলেম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপজেলা আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
দেশের ২য় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ উদ্বোধনের অনুষ্ঠানটি বড় পর্দায় দেখেন দর্শক অতিথিরা। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে মসজিদগুলোর উদ্বোধন করেন। পরে প্রথম জোহরের নামাজ মডেল মসজিদের পড়ে এলাকার ওলামায়ে কেরামদের নিয়ে মোনাজাত করা হয়।