চার উপজেলায় ইবনে সিনা হাসপাতালের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৮:২৯:১৪ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে সিলেটের বালাগঞ্জ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ ও কানাইঘাট উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মোদাব্বির হোসেইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইবনে সিনা হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিটি দুর্যোগময় মুহূর্তে মানুষের পাশে ছিল, এখনো আছে। তিনি হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য উপস্থিত জনতার কাছে দোয়া চান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাসপাতালের এজিএম ও হেড অব মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ শাহেদ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ বদরুল হক, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মোঃ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিন, সিনিয়র মার্কেটিং অফিসার আব্দুল্লাহ আল মাহবুব, মার্কেটিং অফিসার নাজমুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি