সরকারী বিশ্ববিদ্যালয়ে কমেছে বিদেশী শিক্ষার্থী, বেড়েছে বেসরকারীতে
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৮:৪২:০৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশী শিক্ষার্থীর সংখ্যা কমেছে। অন্যদিকে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এই সংখ্যা বেড়েছে। ৫০টি সরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০টিতে এবং একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন ৯৯টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৬টিতে বিদেশী শিক্ষার্থীরা অধ্যয়নরত আছেন। মোট ৩৬ দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্র্বশেষ প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে সরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীর সংখ্যা ৬৭৭, যা ২০২০ সালে ছিল ৭৬৭। অর্থাৎ, এক বছরে বিদেশী শিক্ষার্থী কমেছে ৯০ জন।
অন্যদিকে, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬০৬, যা ২০২০ সালে ছিল ১ হাজার ৫৫০। অর্থাৎ, এক বছরে বিদেশী শিক্ষার্থী বেড়েছে ৫৪ জন।
সরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে সবচেয়ে বেশি ১৯৭ জন। বিদেশি শিক্ষার্থীর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী আছেন ১২৪ জন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৩, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭৫, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৭, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৬, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৩ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন।