কুলাউড়ায় গ্রামীণ ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৮:৩২:৩৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় গ্রামীণ ব্যাংক সিলেট জোনের আয়োজনে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার কুলাউড়ার বিভিন্ন এলাকার শীতার্ত সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সিলেট জোনাল ম্যানেজার মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জোনের অডিট অফিসার নিতাই চন্দ্র ঘটক, কুলাউড়া এরিয়া ম্যানেজার আবু জাফর মোঃ ছালেহ উদ্দিন ও সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকবৃন্দ।
কুলাউড়া এরিয়া ম্যানেজার আবু জাফর মোঃ ছালেহ উদ্দিন জানান সিলেট জোনের শীতবস্ত্র কুলাউড়া এরিয়া অফিসের আওতাধীন কুলাউড়া, পৃথিমপাশা, ব্রাহ্মনবাজার ও জায়ফরনগরসহ গ্রামীণ ব্যাংকের ৪ টি শাখায় শীতার্ত সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে বিনামুল্যে কম্বল বিতরণ করা হয়েছে।