সবুজবাগে আনজুমানের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৮:৩৩:৪২ অপরাহ্ন
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, সিলেটে দিন দিন শীতের মাত্রা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সুবিধাবঞ্চিত মানুষ। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে হতদরিদ্র পরিবারগুলো ঠিকমতো দুবেলা খাবার সংগ্রহ করতে পারছেনা। তারা শীত নিবারণ করবে কীভাবে। বিবেকের তাড়নায় অসহায় শীতার্ত মানুষের সাহায্যে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি সোমবার বিকেলে নগরীর শিবগঞ্জ সবুজবাগ এলাকায় আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আনজুমানের প্রকাশনা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনজুমানের সাহিত্য সংস্কৃতি সম্পাদক আহমদ হোসাইন, আনজুমান সদস্য মাওলানা আব্দুল খালিক, হাফিজ আব্দুল আহাদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসাইন ও মাওলানা সালেহ আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি