দক্ষিণ সুরমায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৮:৩৬:১৫ অপরাহ্ন
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দক্ষিণ সুরমা উপজেলার উদ্যোগে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোমবার বিকালে উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়ের সভাপতিত্বে ও বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা ও বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রিফুল আলম এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ সূত্রধর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মইনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ মকন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রব, নবারুণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মক্তাদির, চান্দে আলী শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুর প্রধান শিক্ষক মাহমুদ হোসেন, সৈয়দ কতুব জালাল মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার পাল, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী আল মেহেদি তালুকদার, সাজিয়া খানম, মুরুব্বি ময়না মিয়া, তেতলী ইউনিয়ন ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার শেখ কুলসুমা বেগম, আওয়ামীলীগ চান মিয়া। কোরআন থেকে তেলাওয়াত করেন নবারুণ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৩ টি বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শেষে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি