৫ সাংবাদিককে অনন্তপুর ডিজিটাল মাদ্রাসার সম্মাননা স্মারক প্রদান
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৮:৪০:০৪ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মোহাম্মদ আলী’র সুনামগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর ডিজিটাল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মোঃ শফিউল আলম।
এলাকার সমাজকর্মী এন.এইচ.লালন এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সম্মাননা গ্রহণ করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মোহাম্মদ আলী ও হাওরাঞ্চলে সাংবাদিকতার অবদানে দৈনিক জালালাবাদ প্রতিনিধি জামালগঞ্জ প্রেসকাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও সম্মাননা গ্রহণ করেন সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসকাব সভাপতি একে মিলন আহমেদ, সহ-সভাপতি মাহফুজুর রহমান সজিব ও সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এলাকার মুরব্বী মৌলভী নুরুল হক, মোঃ আবুল কালাম, মোহাম্মদ আলী, জামালগঞ্জ প্রেসকাব সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, শাহ শাহিন আহমদ, আব্দুল আওয়াল, ছয়ফুল আলম, মাফিকুল আলম, লতিফা আক্তার প্রমুখ। সুনামগঞ্জ প্রেসকাবের সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামলের ক্রেষ্ট গ্রহণ করেন একে মিলন আহমেদ।