আশিক মোহাম্মদের মাগফিরাত কামনায় প্রেসকাবে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৮:৪১:১২ অপরাহ্ন
সিলেট প্রেসকাবের সাবেক নির্বাহী সদস্য, যুক্তরাজ্য প্রবাসী সিনিয়র সাংবাদিক আশিক মোহাম্মদের রুহের মাগফিরাত কামনা করে সোমবার বাদ আছর সিলেট প্রেসকাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মোনাজাত পরিচালনা করেন সুবিদবাজার বায়তুল মাকছুদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ছাদিকুর রহমান।
দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কাব সভাপতি ইকবাল সিদ্দিকী তাঁর স্মৃতিচারণ করে বলেন, আশিক মোহাম্মদ ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রবাসে গিয়েও তিনি সাংবাদিকতার মাধ্যমে কমিউনিটির কল্যাণে কাজ করেছেন। মহান আল্লাহর দরবারে আশিক মোহাম্মদের জন্য তিনি জান্নাত কামনা করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন কাবের সহ-সভাপতি এম এ হান্নান ও আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সহ-সভাপতি এনামুল হক জুবের ও হুমায়ূন রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ ও মো. আফতাব উদ্দিন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, কাব সদস্য মো. ফয়ছল আলম, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শাহ মুজিবুর রহমান জকন, মো. দুলাল হোসেন, নূর আহমদ, আবুল কালাম কাওছার প্রমুখ। বিজ্ঞপ্তি