অসহায় শ্রমজীবি শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসুন : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৮:৪৪:১৬ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমজীবি মানুষেরা হচ্ছে সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। এই শ্রমিক জনগোষ্ঠী নিজেদের শ্রম ও ঘাম দিয়ে দেশের অর্থনীতি সচল রাখলেও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ইনসাফভিত্তিক সমাজ এবং ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমজীবি মানুষের ভাগ্যের পরিবর্তন হবেনা। চলমান শীতে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে সমাজের কিছু অসহায় শীতার্ত মানুষ শীতবস্ত্র পেলেও, শ্রমজীবিরা অনেকাংশেই বঞ্চিত রয়েছে। বিবেকের আহ্বানে সাড়া দিয়ে শ্রমজীবি মানুষের কল্যাণে সবাইকে সাধ্যমত এগিয়ে আসতে হবে।
তিনি সোমবার বিকেলে নগরীর বন্দরবাজারস্থ সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতাধীন ৬টি ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে শ্রমজীবি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে মহানগর শ্রমিক ট্রেড ইউনিয়ন থানা, রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়ন, লোড-আনলোড শ্রমিক ট্রেড ইউনিয়ন, চারকল শ্রমিক ট্রেড ইউনিয়ন, রাইছমিল শ্রমিক ট্রেড ইউনিয়ন, দোকান শ্রমিক ট্রেড ইউনিয়ন ও দর্জি শ্রমিক ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন থানার সভাপতি দিলশাদ মিয়া, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মুন্না, শ্রমিক নেতা আবু বকর ও সাজ্জাদ হোসেন প্রমূখ। বিজ্ঞপ্তি