আদালত ভবনে আইনজীবীকে গুলি করে হত্যা
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৯:২৭:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : পাকিস্তানের আদালত ভবনে সিনিয়র আইনজীবীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে পেশোয়ার হাইকোর্টের বার রুমে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল লতিফ আফ্রিদি পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তিনি পাকিস্তানে আইনজীবীদের আন্দোলনে সামনে থাকা এক ব্যক্তিত্ব।
ডনের খবের বলা হয়, গুলিবিদ্ধ আবদুল লতিফকে পেশোয়ার লেডি রিডিং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসিম জানান, চিকিৎসা দেওয়ার সময় তিনি মারা গেছেন। লতিফ আফ্রিদিকে ছয়টি গুলি করা হয়েছিল।
পেশোয়ারের এসপি কাশিফ আব্বাসী জানান, সকালে বার কক্ষে বসে থাকার সময় একজন অস্ত্রধারী লতিফ আফ্রিদিকে গুলি করে। এদিকে এ ঘটনায় জড়িত আদনান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় ওই যুবকের কাছ থেকে একটি ছোট অস্ত্র, পরিচয়পত্র ও একটি স্টুডেন্ট কার্ড উদ্ধার করা হয়। ব্যক্তিগত শত্রুতা থেকে এ ঘটনা ঘটতে পারে।