আরটিএম টেকনিক্যাল ইউনিভার্সিটিতে নতুন ভিসি’র সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৮:১২:৪৭ অপরাহ্ন
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে শিক্ষাবিদ প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ যোগদান করেছেন। যোগদান উপলক্ষে সোমবার দুপুরে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির হল রুমে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি ড. আহমদ আল ওয়ালী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা।
বক্তব্য রাখেন সীমান্তিকের চেয়ারপার্সন মোঃ শামিম আহমদ, আরটিএমআই-এইচআরডিসির পরিচালক অধ্যক্ষ ডাঃ এস এম ফরিদুল ইসলাম লতিফী, সীমান্তিকের উপ-পরিচালক মোঃ পারভেজ আলম ও কাজী হুমায়ূন কবির, মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, সিলেট সায়েন্স কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, কাসিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ লাবিবুর রহমান, নলেজ হার্বার কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল আনসারী, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জালাল আহমদ প্রমুখ।
ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক নুসরাত রিকজার সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিভার্সিটির শিক্ষক- কর্মকর্তাগণের পক্ষে বক্তব্য রাখেন প্রক্টর সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোঃ আব্দুল্লাহ ও ছাত্র কল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল। এছাড়াও ইউনিভার্সিটির নিজ নিজ ডিপার্টম্যান্টের পক্ষে মোহাম্মদ হোসাইন চৌধুরী, মোঃ শফিকুল হক, আব্দুল আউয়াল আনসারী, মাহমুদুল আলম মিয়া, মুশহিবা খানম সম, এনামুল আসিফ লতিফী ও নাজিয়া আহমদ নিসা সহ অন্যান্য শিক্ষকবৃন্দও নবাগত ভাইস চ্যান্সেলরকে স্বাগত জানিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি