জামিয়া মা’ছুমিয়া ইসলামিয়ায় শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৮:১৫:০৮ অপরাহ্ন
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, একজন ছাত্র যখন কুরআনে হাফিজ হয়, তার মেধা অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের থেকে অনেক বেশি থাকে। কুরআন শরীফ বুকে ধারণ করা, অন্তরে স্থাপন করা মেধা ছাড়া সম্ভব নয়। আল্লাহ তাদেরকে আলাদা রহমত দিয়েছেন বিধায় এটা সম্ভব। আমরা সবাই যাতে ইসলামের শান্তির বাণী ও রাসুল (সা.) দেখানো পথে জীবনের শেষ দিন পর্যন্ত ইমানের সাথে থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি।
তিনি মঙ্গলবার দুপুরে নগরীর মাছিমপুরস্থ জামিয়া মা’ছুমিয়া ইসলামিয়ায় ব্যবসায়ী আব্দুর রহমান রিপন এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বোর্ডের ফাইনাল পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জামিয়া মা’ছুমিয়া ইসলামিয়া’র মুহতামিম মাওলানা হাফিজ নাজমূদ্দীন কাসিমীর সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা শিব্বির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাইওরপুল জামে মসজিদের সভাপতি এম এ মতিন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, সমাজসেবী হাফিজুর রহমান, রোটারি কাব অব সিলেট মেট্রোপলিটন এর প্রাক্তন প্রেসিডেন্ট আজিজুর রহমান শিপন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সুবহান, সমাজসেবী আব্দুর রব চৌধুরী, আওয়ামী লীগ নেতা সোহেল আহমদ কবির, প্রবাসী কামাল আক্কাস চৌধুরী, জামাল উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজ নাজারার ছাত্র মো. রাহাত আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন হিফজ ২য় বর্ষের ছাত্র ওলী উল্লাহ জুনায়েদ। বিজ্ঞপ্তি