৬০ বছর পর চীনে জনসংখ্যা হ্রাস
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৮:৪৭:৪৫ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : ‘ঋণাত্বক জনসংখ্যা বৃদ্ধির যুগে’ প্রবেশ করেছে চীন। পরিসংখ্যান অনুসারে, ১৯৬১ সালের পর প্রথমবারের মতো জনসংখ্যা ‘ঐতিহাসিকভাবে’ হ্রাস পেয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
গত ২০২২ সালের শেষে দেশটির জনসংখ্যা ছিল ১৪১ কোটি সাড়ে ১৭ লাখের মতো। আগের বছর ছিল ১৪১ কোটি ২৬ লাখ। এ হিসেবে মঙ্গলবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জনসংখ্যা কমেছে সাড়ে ৮ লাখ।
কয়েক দিন আগেই নতুন পরিসংখ্যানে ঋণাত্বক প্রবণতা উঠে আসবে বলে কোনো কোনো বিশেষজ্ঞ অনুমান করেন। এবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা এল।
সাম্প্রতিক বছরে এই আশঙ্কা ঘিরে জনসংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছিল চীন। কিন্তু সেই চেষ্টা কাজে লাগেনি বলেই জানাচ্ছে নতুন পরিসংখ্যান।
এ প্রসঙ্গে ন্যাশনাল পিপলস কংগ্রেসের কৃষি ও গ্রামীণ বিষয়ক কমিটির ভাইস-চেয়ারম্যান কাই ফাং বলেছেন, প্রত্যাশার অনেক আগেই গত বছর চীনের জনসংখ্যা শীর্ষে পৌঁছেছিল। জনসংখ্যা ও অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২২ সাল নাগাদ বা ২০২৩ সালের পরে চীন ঋণাত্বক জনসংখ্যা বৃদ্ধির যুগে প্রবেশ করবে।
গত বছরের জন্মহার ছিল প্রতি হাজারে ৬ দশমিক ৭৭ জন, যা আগের বছরের ৭ দশমিক ৫৩ জন্মের হার থেকে কম। আগের বছরের মোট ১ কোটি ৬ লাখের বেশি নিবন্ধিত জন্মের তুলনায় এবার ১ কোটিরও কম।