আগুনে পুড়ে প্রাণ গেল মানসিক প্রতিবন্ধীর
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৮:৫৫:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের আজমিরীগঞ্জে আগুনে পুড়ে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর বড় হাটী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাবেদ মিয়া (৩০) উপজেলার ঘরদাইর গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী জাবেদ মিয়া তার বসতঘরে একাই বসবাস করতেন। মঙ্গলবার ভোররাতে ঘরে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরআগেই জাবেদ মিয়া ও পুরো ঘর আগুনে পুড়ে যায়।
বানিয়াচং ফায়ার সার্ভিসের টিম লিডার নবকুমার সিংহ জানান, সিগারেটের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে আমাদের ধারণা।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, জাবেদ মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য নিহতের পিতা আবেদন করেছেন।