প্রফেসর হারুনকে এনইইউবি ইংরেজি বিভাগের ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৬:০১:৫৮ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নবনিযুক্ত ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, প্রফেসর মোঃ হারুনুর রশীদকে ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। বুধবার ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ফুলের তোড়া দিয়ে উক্ত শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মেঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামসুল কবীরসহ ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ। প্রফেসর মোঃ হারুনুর রশীদ শুভেচ্ছা জ্ঞাপনের জন্য ইংরেজি বিভাগরে শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ে সুচারুভাবে দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য উপস্থিত ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে প্রফেসর মোঃ হারুনুর রশীদ-এর সু-স্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি