কানাইঘাট রফিকুল হক স্মৃতি পরিষদের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৬:৫৬:৫৯ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাট রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে দিঘীরপাড় ইউনিয়নের অসহায় দরিদ্র চার শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা নুর উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক হাফিজ আহমদ সুজন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সমাজকর্মী জাহাঙ্গীর শামিম কামরুল, সেলিম উদ্দিন রনি, জয়নুল আবেদীন। উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী গোলাম রাব্বানী বুলবুল, মোঃ শাহজামান, রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদ সদস্য ওলিউর রাহমান, আব্দুল জলিল, মানিক উদ্দিন, মাহতাব উদ্দিন, মিছবাহ উদ্দিন, জিল্লুর রাহমান খান, আব্দুল কাইয়ুম, সাহাব উদ্দিন, তারেক আহমদ, মোহাম্মাদ তুহিন, ওয়াহিদ আহমদ, রায়হান আহমদ, ফয়সাল আহমদ ইমরান, শুয়াইবুর রাহমান শাহান, বিলাল উদ্দিন, বদরুল ইসলাম, ফয়সাল আহমদ, রাসেল আহমদ, খালেদ আহমদ, সুমন আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।