ইবনেসিনার পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে এগিয়ে আসতে হবে : মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৬:৫৪:৫২ অপরাহ্ন
ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এই হাসপাতাল প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। দেশের প্রতিটি দুর্যোগময় মূহুর্তে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, আপনারা ইবনেসিনা হাসপাতালের জন্য দোয়া করবেন। আপনাদের কঠিন সময়ে এই হাসপাতাল যেন আপনাদের পাশে দাঁড়াতে পারে। দেশে কঠিন শৈত্যপ্রবাহে শীতার্ত মানুষের পাশে এই হাসপাতাল যেভাবে দাঁড়িয়েছে আমি আশা করব দেশের বিত্তবানরাও যেন এগিয়ে আসেন।
বুধবার সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা, হেতিমগঞ্জ, বিয়ানীবাজার পৌরসভা ও দুবাগ এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
হাসপাতালের সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জিলাজুল কোরআন সোসাইটির চেয়ারম্যান ফয়জুল ইসলাম, হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়ার সাবেক অধ্যক্ষ মাওলানা জমির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র অফিসার (পাবলিক রিলেশন) এহতেশামুল আলম জাকারিয়া, সমাজসেবক কাজী আবুল কাশেম, কাজী জমির উদ্দিন, এম এ কবির, শামসুল ইসলাম, ডাঃ রুহুল আমিন প্রমুখ।
সিলেট সদর, কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটে কম্বল বিতরণ
এদিকে, শীতার্ত মানুষের মধ্যে বুধবার সিলেটের সদর উপজেলা, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এলাকায় ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। হাসপাতালের সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মো: সাহেদ আলীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এসিসট্যান্ট ম্যানেজার (এডমিন) বজরুল হক, বিশিষ্ট সমাজসেবী নাজির উদ্দিন, ফয়জুল ইসলাম, এডভোকেট মো: মোমিনুজ্জামান, আল ইমরান, আব্দুস সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি