১০নং ওয়ার্ডে আনজুমানের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৬:৫৮:৪৭ অপরাহ্ন
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মাওলানা একরামুল হক বলেছেন, সমাজে অবহেলিত হতদরিদ্র মানুষেরা আমাদের আপনজন। তাদের বিপদে আপদে সামর্থ অনুযায়ী আমাদেরকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষ একটু উষ্ণতা খুঁজে পাবে। এতে সামাজিক বন্ধন সুদুঢ় হওয়ার পাশাপাশি ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির প্রশ^স্ত হবে।
তিনি বুধবার বিকেলে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে নগরীর ১০নং ওয়ার্ডের ডহর এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তরুণ সমাজসেবী আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা পারভেজ আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন ও সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল, অলিউর রহমান, আব্দুর রাজ্জাক, মামুন আহমদ ও আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি