এআইসিসি কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৮:১৪:০৮ অপরাহ্ন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান বলেছেন, দেশের প্রতিটি জনপদের পতিত জমিকে কাজে লাগাতে কৃষকদের উৎসাহিত করতে হবে। কৃষকের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। বিশেষ করে সিলেট অঞ্চলের পতিত জমির সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে কৃষি তথ্য সার্ভিসের কার্যপরিধি বাড়াতে হবে। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এআইসিসি সদস্যদের কাজ করার আহবান জানান।
তিনি বুধবার কৃষি তথ্য সার্ভিস সিলেটের সম্মেলন কক্ষে কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় সিলেট কর্তৃক আয়োজিত ‘আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ’ শীর্ষক দু’দিন ব্যাপী এআইসিসি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি তথ্য সার্ভিস সিলেট অঞ্চলের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় কার্যালয় সিলেটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুনফিক আহমদ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ ড. কাজী মোহাম্মদ মজিবুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে সিলেট বিভাগের ১৩টি উপজেলার কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের (এআইসিসি) ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি