ফতেপুর ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৮:১৬:৫৮ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গোয়াইনঘাট উপজেলা শাখাকে আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের হল রুমে এ কর্মীসভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষকদলের আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি আব্দুল করিম শিকদার, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসলাম উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক এখলাসুর রহমান মেম্বার, সহ সভাপতি মুন্সি বিলাল, হারিস মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য কামরুল মেম্বার, আব্দুল মন্নান, আরব আলী, যুবদল নেতা ফখরুল ইসলাম, ইব্রাহিম আলী, এম ওয়ারিস, ইয়াহিয়া, ছাত্রদল নেতা আছাব উদ্দিন ও আবিদুর রহমান প্রমুখ। এছাড়া সভায় উপজেলা এবং ইউনিয়ন কৃষকদলের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি