ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৭:৫২:২১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে মুম্বাই-গোয়া জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ট্রাক ও দশ আসনের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে শিশুসহ ৯ জনের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। ভেতরে থাকা সকলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। যদিও ট্রাকটির তেমন একটা তি হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পণ্যবাহী ট্রাকটি জাতীয় সড়ক ধরে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে দশ আসনের গাড়িটি রত্নগিরি জেলার গুহাগারের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রাকের সামনে চলে আসে। তখনই ভয়ংকর সংঘর্ষ হয়। যার ফলে গাড়িতে থাকা ৯ জনই মারা যায়। এদের মধ্যে পাঁচ জন পুরুষ, তিন জন নারী এবং চার বছর বয়সি একটি শিশুও রয়েছে। প্রত্যদর্শীদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার কারণ খুঁজছেন পুলিশ কর্মকর্তারা।