শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়দল দক্ষিণ ইউনিয়ন শাখার কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৭:০৬:১৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলার বড়দল (দ) ইউনিয়ন শাখার ২০২৩-২০২৪ এর কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর সদর ইউনিয়নের উপদেষ্ট সফিকুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলার সভাপতি মো. সালেহ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মো. আবিকুল ইসলাম। অনুষ্ঠানে ২০২৩-২০২৪ সেশনের সভাপতি নির্বাচিত হন শাহনুর রহমান, সেক্রেটারী সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক জহুর আলম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলা সভাপতি মোঃ সালেহ আহমদ, পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজ। বিজ্ঞপ্তি