এবার অ্যামাজন থেকে ১৮ হাজার ছাঁটাই
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৭:৫৯:১৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র, কানাডা ও কোস্টারিকায় ১৮ হাজার কর্মী ছাঁটাই করবে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বুধবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। করোনা মহামারীর বিরূপ প্রভাব ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সঙ্গে মানিয়ে নিতে সাম্প্রতিক সময়ে একাধিক প্রতিষ্ঠান কর্মী কমানোর পথে হেঁটেছে। এবার খুচরা বিক্রয়ের সবচেয়ে বড় নেটওয়ার্কটি আরও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ওয়ার্কার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিট্রেনিং নোটিফিকেশন (ওয়ার্ন) সাইটের তথ্যানুসারে, সিয়াটল ও বেলভিউতে ২ হাজার ৩০০ কর্মীকে বরখাস্ত করা হচ্ছে।
মার্কিন শ্রম আইন অনুসারে, কোনো কোম্পানি বন্ধের আগে বা গণছাঁটাইয়ের আগে ৬০ দিন আগে কর্মীদের অবহিত করতে হবে। অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি এ মাসের শুরুতে বলেছিলেন, কোম্পানির ৩ লাখ কর্মীর মধ্যে ৬ শতাংশ ছাঁটাই করা হলে ই-কমার্স ও মানব সম্পদ বিভাগকে প্রভাবিত করবে। এরআগে বুধবার মাইক্রোসফট জানিয়েছে, তারা ১১ হাজার কর্মী ছাঁটাই করবে।