মৌলভীবাজারে শীতার্তদের কম্বল বিতরণে মাওলানা হাবিব: ইবনেসিনা অসহায় মানুষের পাশে আছে
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:১১:০৭ অপরাহ্ন
ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মহান আল্লাহু রাব্বুল আলামিনের উপর ভরসা করে অতীতের ন্যায় এবারও আমরা শৈত্যপ্রবাহে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রেখেছি। সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে আপনাদের প্রিয় মানবিক প্রতিষ্ঠান ইবনেসিনা হাসপাতাল সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। হাসপাতালের এজিএম ও হেড অব মার্কেটিং মো: ওবায়দুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের এসিস্টেন্ট ম্যানেজার বদরুল হকসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বিশ্বনাথ, লালাবাজার ও মোগলাবাজারে কম্বল বিতরণ
এদিকে, ইবনেসিনা হাসপাতালের পক্ষ থেকে বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ও মোগলাবাজার এবং বিশ্বনাথ উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। পৃথক পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরীর রিকাবীবাজারস্থ ইবনেসিনা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর ইনচার্জ মোবারক হোসেন, হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খানের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বিশ্বনাথের ২ নং খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল কাইয়ুম, এমাদ উদ্দিন, মাওলানা ফারুক আহমদ, ওমর ফারুক একাডেমির সাবেক প্রধান শিক্ষক আখতার ফারুক, হাসপাতালের এসিস্টেন্ট ম্যানেজার (হিসাব) আব্দুল মুক্তাদির খান, সিনিয়র অফিসার (কর্পোরেট বিজনেস ডেভলাপমেন্ট) দেলোয়ার হোসেন রনি, সমাজসেবক মতিউর রহমান, সাবেক মেম্বার আব্দুস সুবহান, আব্দুল মুহিত, নুরুল ইসলাম খান, সিরাজুল ইসলাম, সাব্বির আহমদ, কামরানুল ইসলাম অপু প্রমূখ।
জকিগঞ্জে কম্বল বিতরণ
এছাড়া সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে বুধবার ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। হাসপাতালের সিনিয়র এসিস্টেন্ট ম্যানেজার ও কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মো: শাহেদ আলীর সভাপতিত্বে ও মার্কেটিং অফিসার নাজমুল ইসলামের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ হাফেজ আনোয়ার হোসেন খান। এসময় এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি