জিয়ার জন্মবার্ষিকীতে গোয়াইনঘাটে বিএনপির শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:১২:৫১ অপরাহ্ন
বৃহস্পতিবার বিকেলে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে পূর্ব আলীরগাও ইউনিয়নের লাফনাউট পাচঁসিউতি হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে মাদ্রাসা ছাত্র ও এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত, আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সরওয়ার সোহেল, পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য আব্দুর রব, যুবদল নেতা আলমগীর হোসেন, কবির আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা তরিকুল ইসলাম, যুবদল নেতা মানোয়ার হোসেন সাজু, হাবিবুল্লাহ বাহার, শাহিন আহমদ, গিয়াস উদ্দিন, ছাত্রদল নেতা ফাহাদ আহমদ ও খাত্তাব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি