৪৩ পরিবহন শ্রমিক পরিবারে ৮ লক্ষ টাকা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:১৪:৩১ অপরাহ্ন
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশের যেকোন দুর্যোগ মুহুর্তে মানবসেবায় পরিবহন শ্রমিকরা ঝাঁপিয়ে পড়েন। তারা জীবন বাজি রেখে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করেই চলেছেন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী ৪৩ শ্রমিক পরিবারের মধ্যে মৃত্যুকালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দিলু মিয়ার সভাপতিত্ত্বে ও সংগঠনের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল এবং নির্বাহী সদস্য মোঃ আলী আহমদ আলীর যৌথ পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লুহিত, জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি মোঃ শরীফ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ হুলহাস হোসন বাদল, প্রচার সম্পাদক সামাদ রহমান, দফতর সম্পাদক মোঃ বিলাল আহমদ, নির্বাহী সদস্য আব্দুল মতিন ভিআইপি, মোঃ সফিক মিয়া, আব্দুল জলিল, প্রমূখ।
মৃত্যুকালীন অনুদান প্রদান অনুষ্ঠানে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী ৪৩ শ্রমিক পরিবারের মধ্যে প্রায় সাড়ে ৮লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি