সিলেটে আজ ও কাল বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবেনা ৯ ঘন্টা
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ১২:২২:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগরের কমপক্ষে ৮ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এলাকাগুলোর মধ্যে রয়েছে নগরীর ১১ কেভি জালালাবাদ ফিডারের আওতাধীন আম্বরখানা (আংশিক), মনিপুরী বস্তি, ফাজিলচিস্ত, সুবিদ বাজার মিতালী গলি, জালালাবাদ, পীরমহল্লা, পাহাড়িকা ও বাদাম বাগিচা।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়, মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এদিকে, কাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৩/১১ কেভি এলাকার আওতাধিন নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো, বড়বাজার (আংশিক), গোয়াইপাড়া, দারুস সালাম, বন্ধন আ/এ, রঙধনু আ/এ, সিলসিলা গলি, বাঁশবাড়ি গলি, বাদাম বাগিচা ও তৎসংলগ্ন এলাকা।