সিলেটে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স কাল
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ১২:২৪:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সিলেটে কাল শনিবার অনুষ্ঠিত হবে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স। সকাল সাড়ে ৯টায় নগরের আমান উল্লঅহ কনভেনশন সেন্টারে কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব মো: নজিবুর রহমান, শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ বিশিষ্টজনেরা।
কনফারেন্সে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) অধ্যাপক রুবাইয়ত-উল-ইসলাম।