সিলেটে কমছে তাপমাত্রা
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ১০:৩২:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মাঘের শুরু থেকেই সিলেটে জেঁকে বসেছে শীত। সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। গত দুই দিনে সিলেট জেলার মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বুধবার তাপমাত্রা নেমে যায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবারও সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত ছিলো।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সিলেট জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।
তবে আবহাওয়া অফিসের দেয়া তাপমাত্রার তথ্যের সাথে মিল পাওয়া যাচ্ছেনা স্মার্ট ফোনের আবহাওয়া আপডেটের। মোবাইলের আবহাওয়া আপডেট ঘেটে দেখা গেছে, বৃহস্পতিবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৭-৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। আজ শুক্র ও কাল শনিবার রাতের মধ্যভাগ থেকে সকাল পর্যন্ত তাপমাত্রা ৮-৯ ডিগ্রী থাকবে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, গত দুই দিনে তাপমাত্রা অপরিবর্তিত আছে, যা চলতি মৌসুমে সিলেটে জেলার মধ্যে সর্বনিম্ন। আরও এক দিন পর তাপমাত্রা কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তবে আরও কয়েক দিন শীত অনুভূত হবে। এ সময় ঘন কুয়াশা থাকবে।
এদিকে, হাড়কাঁপানো শীতে চরম বিপাকে পড়েছেন উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ। বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কমে রোদের দেখা মিললেও উত্তরের হিমেল হাওয়া অব্যাহত থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে সেসব এলাকায়। গতকাল চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁয় ৬ ডিগ্রী সেলসিয়াস।