আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:৪০:৫৬ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার বেলা ২টায় অনুষ্ঠিত হয়। সভায় সমিতির ৮ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি মোঃ সামছুল হক এডভোকেট এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ মি. বিজিত লাল তালুকদার এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম এডভোকেট এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় ২০২২ সনের ১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থ-বছরের বার্ষিক অডিট রিপোর্ট সভায় উপস্থাপন করা হয়। সভা কর্তৃক উক্ত অডিট রিপোর্ট সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট ২০২২ সনের কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মতৎপরতা এবং কর্মতৎপরতার ভিত্তিতে ২০২২ সনের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়। নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দিন আহমদ এডভোকেট গত ১২ জানুয়ারী অনুষ্ঠিত সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণাপূর্বক তার লিখিত প্রতিবেদন সভায় পাঠ করেন। প্রধান নির্বাচন কমিশনার সভায় উপস্থিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মি. অশোক পুরকায়স্থ এডভোকেট, সহ সভাপতি-১ মোঃ কামাল হোসেন এডভোকেট, সহ সভাপতি-২ মোঃ আব্দুর রহিম এডভোকেট, নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট, যুগ্ম সম্পাদক-১ মোঃ সলমান উদ্দিন এডভোকেট, যুগ্ম সম্পাদক-২ মোহাম্মদ সাইফুর রহমান এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোঃ তানভির আহমদ এডভোকেট, লাইব্রেরী সম্পাদক রঞ্জু দেবনাথ এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার মোঃ আল আসলাম মুমিন এডভোকেট ও সজল চন্দ্র পাল এডভোকেট, সহ-সম্পাদক নাদিম রহমান এডভোকেট, মোহাম্মদ তোফায়েল আহমদ এডভোকেট ও এ.এইচ.এম. ওয়াসিম এডভোকেট, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন মোঃ আখতার হোসেন খান এডভোকেট, রাজ উদ্দিন এডভোকেট, আব্দুল মান্নান চৌধুরী এডভোকেট, মোঃ আখতার বক্স (জাহাঙ্গীর) এডভোকেট, মোঃ আব্দুল মালিক এডভোকেট, মোঃ আব্দুল ওদুদ এডভোকেট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট, নোমান মাহমুদ এডভোকেট, আশিক উদ্দিন আশুক এডভোকেট, এমাদ উদ্দিন এডভোকেট ও আবু মোহাম্মদ আসাদ এডভোকেটগণকে সভার সম্মুখে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কার্যনির্বাহী কমিটির বিদায়ী সহ সমাজ বিষয়ক সম্পাদক হোছাইনুর রহমান লায়েছ এডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য শৈলেন্দ্র কিশোর দাশ তালুকদার এডভোকেট, বিদায়ী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি