৩৩নং ওয়ার্ডে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:৪৩:১৮ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেছেন, সারাদেশের ন্যয় সিলেটেও বাড়ছে শীতের প্রকোপ। এই শীতে অসহায় হতদরিদ্র মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠছে। এই কঠিন সময়ে আর্তমানবতার কল্যাণে শীতার্তদের পাশে সাধ্যমত দাঁড়াতে হবে। এর ফলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।
তিনি বৃহস্পতিবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর শাহপরান পূর্ব থানার ৩৩নং ওয়ার্ডের উদ্যোগে শাহপরান গেইট এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী মনজুর রহমান, জামায়াত নেতা শফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি কামাল মিয়া, জামায়াত নেতা হাবিবুর রহমান, ওয়েস আহমদ, সদর উদ্দিন ও জয়নাল আবেদীন প্রমূখ। বিজ্ঞপ্তি