২নং ওয়ার্ডে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:৪৫:১৩ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে কোতোয়ালী পূর্ব থানার ২নং ওয়ার্ডের সরষপুর এলাকায় শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার রাজিক আহমদের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট নগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড সভাপতি শফিকুর রহমান, সহ সভাপতি তাজুল ইসলাম, জামায়াত নেতা দেলোয়ার হোসেন ও ফয়সল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি