কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৬:২৭:৩৪ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১৪০তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
সংসদের সাহিত্য আসরকক্ষে কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে এবং ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের উপস্থাপনায় অনুষ্ঠিত আসরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার আলম ও কেমুসাসের নবনির্বাচিত পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের।
সাহিত্য আসরে লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ছয়ফুল আলম পারুল, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শমশাদ, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, মোহাম্মদ শফিকুর রহমান, কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি কামাল আহমদ, জোয়ায়দা বেগম আঁখি, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, শেখ খালেদ আহমদ, জুবের আহমদ সার্জন, বাবলী বেগম প্রমুখ। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার আবদুল কাদির জীবন। বিজ্ঞপ্তি