জিয়ার জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৬:৩৮:৩০ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামীলীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, তিনি নিজে জীবনবাজী রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। জিয়াউর রহমান এর জীবন ও কর্ম দেশপ্রেম ও দেশ গঠনের এক উজ্জল দৃষ্টান্ত।
তিনি জিয়াউর রহমানের ৮৭তম বার্ষিকীতে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই কথাগুলো বলেন। বৃহস্পতিবার রাতে মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, এড. হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমদ মাসুক, ডাঃ নাজমুল ইসলাম, আফজল উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের সভাপতি আবদুস সবুর, ১১নং ওয়ার্ডের সভাপতি শেখ মোঃ কবির আহমদ, ১৭নং ওয়ার্ডের সভাপতি আহমদ মনজুরুল হাসান, সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ, ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, বিএনপি নেতা মঞ্জুর হোসেন মজনু, সোহেল আহমদ, বিমল দেবনাথ, আমিনুর রহমান খোকন, হুমায়ুন আহমদ, মালেক আহমদ, সুহেল আহমদ, উজ্জল রঞ্জন চন্দ, জাহেদ আহমদ বাবু, এনামুল হক জাবেদ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, মহানগর ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক সানি আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি