জিয়ার জন্মদিনে বিশ্বনাথে বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৬:৪৪:১৩ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের ৮৭ তম জন্মদিনে বৃহস্পতিবার বিশ্বনাথে বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালন্ াকরেন মাওলানা আব্দুর রব।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাওছার খান, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম শাহ, পৌর বিএনপির সহসভাপতি আব্দুন নূর, সহসাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, যুগ্ম আহবায়ক তছলিম আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গণি, আরশ আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল রেজা, যুগ্ম আহবায়ক বকুল আহমদ, রুমন আহমদ, যুবদল নেতা আব্দুল হান্নান, আরশ আলী, আব্দুল কুদ্দুছ, সাহাবউদ্দিন, বেলাল আহমদ প্রমুখ।